আইন সংক্রান্ত
নিবাসের ভাবনায় আইন সংক্রান্ত বলে কিছু নেই ।আপনি বাড়িতে থাকলে যে সভ্যতা, যে ভদ্রতা ,যে স্বাধীনতা, যে শৃঙ্খলা মেনে এসেছেন আশা রাখবো সেভাবেই মেনে চলবেন ।দেবরূপ নিবাস মালিক পক্ষ ও তার সহযোগী সদস্যদের প্রতি মানবিক ও সভ্য ব্যবহার আশা রাখে।