আত্মীয় স্বজন / প্রিয়জন :-
1. আপনারা যে ,যে জায়গায় কর্মরত- চাকুরি হোক বা পরিবার আপনারা সকলেই নির্দিষ্ট সময়ে সুষ্ঠ ভাবে জীবন যাপন করেন সেখানে কাজও আছে, আনন্দ আছে, বিশ্রাম ও আছে ।তাই একই ভাবে আমাদের কর্ম টাকে গুরুত্ব দিয়ে আমাদের নির্দিষ্ট ভিজিটিং সময়ে নিবাসে আসুন আপনাদের প্রিয়জনের সাথে দেখা করতে ।সময়- সকাল 11:30 থেকে 12:15 পর্যন্ত এবং বিকাল 5:30 থেকে 6:30 পর্যন্ত ।
2.এই মুহুর্তে বর্তমান করোনা পরিস্থিতির জন্য আবাসিকদের আত্মীয় স্বজনদের নিবাসে গেস্ট হিসেবে থাকার ব্যবস্থা বন্ধ আছে ।
3. আবাসিকদের আত্মীয় স্বজনদের প্রতি আমাদের আবেদন-মদ্যপ অবস্থায় নিবাসে প্রবেশ নিষেধ ও ধূমপান নিষিদ্ধ ।
4. 2 নং ও 3 নং ইউনিটের আবাসিকদের জন্য বাইরের কোনো খাবার নিয়ে প্রবেশ করলে নিবাসের অনুমতি নিতে হবে।