পরিষেবা- আপনার বাড়িতে
দীর্ঘ দশ বছর দেবরূপ নিবাস বৃদ্ধাবাস চালানোর অভিজ্ঞতায় দেখা গেছে বাড়িতে একা থাকা বৃদ্ধ -বৃদ্ধা মানুষ অনেক আছেন যেনেরা বৃদ্ধাবাসে বা বৃদ্ধাশ্রমে না গিয়ে নিজের বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তার সঙ্গে তার পরিবারের সন্তান/ সন্তানরা বা নিকট আত্মীয় স্বজন তারাও চান তাদের প্রিয়জন বাড়িতে থাকুন ।
আমাদের নিবাসে প্রচুর মানুষ যোগাযোগ করেন ........সেই সব প্রবীণ ব্যক্তিদের জন্য যেনারা বাড়িতে একা আছেন,সেই সমস্ত একা প্রবীণ ব্যক্তিদের দেখা শোনার দায়িত্ব নিবাসের তরফ থেকে আমরা যেন গ্রহন করি।
সেই কারণে বৃদ্ধাবাসের বাইরে " হোম কেয়ার " নামক পরিষেবা নিয়ে আমরা পৌঁছে গেছি আপনার বাড়িতে ।নিবাসে থাকলে যে সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবকটি আপনি আপনার বাড়িতে থেকে আমাদের দ্বারা পাবেন ।( রান্না-খাওয়া, ঔষধ, ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স,অক্সিজেন, আয়া,নাপিত,ধোপা,অসুস্থ হলে হসপিটাল, নার্সিংহোমে ভর্তির ব্যবস্থা ।